Arsenicum album/ Arsenic Alba - লক্ষণ, কাজ ও ব্যবহার
Arsenic Album - আর্সেনিক এলবাম ইদানিং করোনা ভাইরাসের রোগ কোভিড-১৯ এর ইমিউনিটি বুস্টার ও লক্ষণ ভেদের চিকিৎসার ক্ষেত্রে ৫টির মধ্যে ব্রায়োনিয়ার পাশাপাশি এই আর্সেনিক এলবাম খুব ভাল কাজ করছে। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, শরীর ব্যথা, দূর্বলতাসহ নিম্নোক্ত লক্ষণে এ ঔষধ কাজ করছে। স্বামীবাগ আশ্রমে ইসকনের 43 জন ব্রহ্মচারী, রাজারবাগ পুলিশ হাসপাতালের ৪২ জনসহ অনেক করোনা পজিটিভ রোগী এ ঔষধসহ আরো ৫টি ঔষধে ৩/৪ দিনের মধ্যে সুস্থ হয়েছেন। ঔষধগুলির বিস্তারিত পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আর্সেনিকের প্রতিশব্দ:- এসিডাম আর্সেনিকাম আর্সেনিকাম সাদা আর্সেনিক ...
Comments
Post a Comment